আমাদের কথা খুঁজে নিন

   

জাবি ছাত্রী সুমীর আত্মহত্যা দায়ী শিক্ষকের বহিষ্কার দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী মারজিয়া জান্নাত সুমীর আত্মহত্যার ঘটনায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামান শিকদার সুমনের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে অনুষ্ঠিত শোকর‌যালি ও শোকসভা থেকে এ দাবি জানানো হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ইতিহাস বিভাগে এসে শেষ হয়। এরপর দুপুর সোয়া একটায় ইতিহাস বিভাগে অনুষ্ঠিত হয় শোকসভা। শোকসভায় শিক্ষার্থীরা অনতিবিলম্বে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামান শিকদার সুমনের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় তারা লাশ ময়নাতদন্ত না করে দাফন, সুমীর নিজ হাতে লেখা চিরকুট প্রশাসন কর্তৃক গায়েব হওয়ায় ও বিভিন্ন গণমাধ্যমে সুমীকে নিয়ে নানা গুজবে ক্ষোভ প্রকাশ করেন। শোকসভায় সুমীর সহপাঠী সামরিন রহমান, সানজিদাসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকরা সুমীর মৃত্যুকে কেন্দ্র করে ওই বিভাগের একটি মহল রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যে অপরাজনীতি শুরু করেছে তা বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘সুমী একটি পরিবারের বড় সন্তান, ওই পরিবারকে সমাজে চলতে হবে। দয়া করে সুমীকে নিয়ে নোংরামি বন্ধ করেন। শোক সভায় বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফুল হাই জামী, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক সৈয়দ আবু তোয়াব শাকির, শিক্ষিকা হোসনে আরা প্রমুখ বক্তব্য রাখেন। শোকসভা থেকে রোববার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একই দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের ৩২৩ নম্বর কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমী। তিনি ইতিহাস বিভাগের ৩৫তম ব্যাচের স্নাতক চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।