আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদো ‘জাদু’তে রিয়ালের নাটকীয় জয়

আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলের হার এমনিতেই চাপের মধ্যে রেখেছিল রিয়ালকে। লেভান্তের মাঠে দু-দুবার পিছিয়ে পড়া আরেকটি হারের শঙ্কায় ফেলে দিয়েছিল তাদের। কিন্তু ইনজুরি সময়ের নাটকীয়তায় দারুণ এক জয় পেয়ে যায় লা লিগার রেকর্ড ৩২বারের চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে সেনেগালিজ স্ট্রাইকার পাপা দিওয়ারা লেভান্তেকে এগিয়ে দিলেও চার মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরান অধিনায়ক স্যার্হিও রামোস। ৮৬ মিনিটে মরক্কান মিডফিল্ডার নাবিল এল-ঝার আবার স্বাগতিকদের এগিয়ে দিলে মনে হচ্ছিল লা লিগায় টানা দ্বিতীয় হারের লজ্জায় পড়তে যাচ্ছে রিয়াল।

কিন্তু চার মিনিটের ইনজুরি সময়ের শুরুতেই তরুণ স্ট্রাইকার আলভারো মোরাতা দ্বিতীয় বারের মতো সমতায় ফেরান রিয়ালকে। তার পর রোনালদোর সেই গোল। লেভান্তের বক্সের ঠিক ভেতরে ডান কোনায় বল পেয়ে শট নেন ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার। বল এক ডিফেন্ডারের গায়ে লেগে, গোলরক্ষককে বিভ্রান্ত করে, দ্বিতীয় বারে লেগে চলে যায় জালে। অভাবনীয় গোলটা পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি রোনালদো, জার্সি খুলে উদযাপন করে হলুদ কার্ড দেখেছেন।

তবে তা নিয়ে তখন মাথা ঘামানোর ‘সময়’ নেই পর্তুগিজ তারকা ও তার সতীর্থদের। খেলার সময়ও ফুরিয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।