লিবিয়ায় একটি সেনা চৌকিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ সেনা নিহত ও ৪ জন আহত হয়েছেন। রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে বানি ওয়ালিদের সঙ্গে সংযোগ রক্ষাকারী সড়কের রিশরাশ প্রবেশ পথের কাছে শনিবার ভোরে এ হামলা চালানো হয়। ওই সেনা চৌকির দায়িত্বে ছিল লিবিয়ার প্রথম পদাতিক ব্রিগেড।
লিবিয়ার সাবেক লৌহমানব কর্নেল মুয়াম্মার গাদ্দাফি শেষ পর্যন্ত যে কয়েকটি শক্তিশালী ঘাঁটি নিয়ন্ত্রণে রেখেছিলেন বানি ওয়ালিদ সেগুলোর অন্যতম। লিবিয়ার গৃহযুদ্ধ শেষ হওয়ার পরও ওই এলাকার অস্থিতিশীলতা দূর হয়নি। সূত্র: বিবিসি, স্কাই নিউজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।