আমাদের কথা খুঁজে নিন

   

১০ অক্টোবর বিসিবি নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সময়সীমা পিছিয়ে দেয়ার আবেদন আপিল বিভাগ নাকচ করায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ অক্টোবরই এ নির্বাচন হবে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ রবিবার শুনানি শেষে এই আদেশ দেয়।

এ আদালতে বিচারাধীন আপিলে পক্ষভুক্ত হতে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর বরা আবেদন নথিভুক্ত করেছে আদালত।

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ দিন শুনানিতে অংশ নেন। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল।

আদেশের পর ইকরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, আদালতে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছিল। ওই আবেদন খারিজ করা হয়েছে। এছাড়া পক্ষভুক্ত হতে আরেকটি আবেদন হয়েছে, যা নথিভুক্ত করেছে আদালত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।