বৃটেনে সম্প্রতি মুসলিম অভিবাসীদের জন্য দেশটিতে হালাল খাদ্য উৎসবের আয়োজন করা হয়। ইউরোপের জনগোষ্ঠীর কথা মাথায় রেখে তাদের হালাল খাবার পরিবেশনের জন্যই এমন আয়োজন করেছে বৃটেনের হোটেল ও রেস্টুরেন্টগুলো।
গত ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই খাদ্য উৎসব।
ইসলামিক রীতি অনুযায়ী পশু জবেহ করলেই কেবল সেই খাবার মুসলমানদের কাছে হালাল। তাই বৃটেনে বসবাসকারী মুসলমানদের জন্য এখন এ রীতি অনুসরণ করেই মাংসজাত খাবার প্রস্তুত করছে দেশটির হোটেল এবং রেস্টুরেন্টগুলো। সেইসাথে পুরো ইউরোপজুড়ে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ ওঠার পর এ ব্যাপারে আরো সতর্ক হয়ে উঠেছে বৃটিশ ব্যবসায়ীরা। তাদের বিশ্বাস যোগাতে লন্ডনে এই হালাল খাদ্য উৎসবের আয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।