আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর সাহসিকতায় স্বামীর প্রাণরক্ষা

পানিতে নেমে  কুমিরের সঙ্গে রীতিমতো লড়াই  করে স্বামীর প্রাণ বাঁচিয়েছেন আনসুরা বিবি।
 
মৃদঙ্গভাঙা নদীপাড়ের ছোট বনশ্যামনগর গ্রামের মত্স্যজীবী হাসিবুল শেখকেই সাক্ষাত্ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন তার স্ত্রী ৷ কুমিরের পিঠে চেপে তার মাথায় বাঁশ দিয়ে মেরে, চোখ গেলে স্বামীকে ছিনিয়ে এনেছেন তার দাঁতের ফাঁক থেকে৷
 
গুরুতর জখম হাসিবুল এখন ভর্তি পাথরপ্রতিমা ব্লক প্রাথমিক হাসপাতালে৷ আনসুরা অবশ্য সুস্থ৷ দিকে দিকে ছড়িয়েছে তার সাহসের কথা!
 
হাসিবুল শেখ রোজকার মতো বেরিয়েছিলেন মৃদঙ্গভাঙায় মাছ ধরতে৷ পাড়ের কাছে জালের এক প্রান্ত হাতে ধরে দাঁড়িয়েছিলেন বছর ছাব্বিশের আনসুরা৷ আচমকা মাঝ নদীতে সাক্ষাত্ যমদূতের আক্রমণ৷ কুমির চেপে ধরল হাসিবুলের বাঁ পা৷ পাড় থেকে ততক্ষণে আনসুরার নজর পড়ে মাঝনদীতে৷ স্বামী যে কুমিরের পেটে যাওয়ার উপক্রম! হতভম্ব হয়ে যান তিনি৷ অগ্রপশ্চাত্ না ভেবে বাঁধ থেকে বাঁশ খুলে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন আনসুরা৷ সাঁতার দিয়ে মাঝনদীতে পেৌঁছে ঘা কয়েক বসিয়ে দিলেন কুমিরের পিঠে৷ সুযোগে আনসুরা এক লাফে চেপে বসলেন কুমিরের পিঠে৷ তারপর পড়তে লাগল কুমিরের পিঠে অবিরাম লাঠির বাড়ি৷ তখনও হাসিবুলকে ছাড়েনি কুমির৷ শেষ চষ্টোয় আনসুরা বাঁশ ঢুকিয়ে দিলেন কুমিরের চোখে৷হাসিবুলকে ছেড়ে লেজের এক ঝাপটে আনসুরাকে জলে ফেলে সাঁতার দিয়ে পালায় কুমির।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.