আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের যা শেখা উচিৎ ছেলেদের কাছ থেকে



স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ। কিন্তু পৃথিবীতে এসে হয়ে যায় পুরুষ এবং নারী। সৃষ্টির অগ্রযাত্রায় পুরুষ-নারী একে অন্যর পরিপূরক হলেও সাধারন ভাবে এরা শত্রুভাবাপন্ন। কেউ কারো চেয়ে ছোট নয়, এটা প্রমান করতে গিয়ে মাঝে মধ্যে এমন অবস্থা হয় যাকে বলা চলে "বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদেনি। " এবিষয়ে আমার ব্যক্তিগত মনোভাব হলো, পুরুষ হোক আর নারী অথবা শিশু ক্লিব যাই হোকনা কেন সবার থেকেই শেখার কিছুনা কিছু অবশ্যই আছে।

আমার পরিবার কখনোই খুববেশী রক্ষণশীল নাহওয়ায় অনেক ছেলেদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। ভাই, বন্ধু, শিক্ষক, বস, সিনিয়র, জুনিয়র বিভিন্ন পুরুষের সঙ্গে মিশে দেখেছি পুরুষেরা কিছু কমন আচরন শেয়ার করে। বিভিন্ন সময় একজন নারী হিসেবে আমার মনে হয়েছে এসব আচরনের কিছু কিছু নারীদের শেখা উচিৎ। ১. চোখ কার বন্ধ করে কিভাবে নিজের ক্যরিয়ার সচেতন হতে হয় এটা অবশ্যই যা শেখা উচিত। ২. নিজের কাজের সময় পুরো পৃথিবীতে ঝড় বয়ে গেলেও নিজের কাজে কিভাবে অবিচল থাকায় পুরুষ অপ্রতিদ্বন্ধী।

এমনটি নিজের সন্তান ও যদি সেই ঝড়ের মাঝে পড়ে ক্ষেত্র বিশেষে সেখানেও নিজের কাজে ব্যস্ত থাকা যায়। ৩. প্রিয় মানুষকে(অবশ্যই নারী) পাশে বসিয়ে তার অগোচরে কিভাবে আশে পাশের মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা যায় এটা শিখতে অবশ্যই পুরুষের দারস্থ হতে হবে। ৪. একজন পুরুষের কাছ থেকেই আপনি শিখতে পারেন কেবল ঈর্ষাকাতর হয়ে কিধরনের অশ্লীল এবং কুৎসিত ভাষা প্রয়োগ করা সম্ভব হয়। ৫. কোন কারনে মেজাজ খারাপ হলে পুরুষ নারী নির্বিশেষে সবার প্রতি নারী সম্পর্কীত নোংরা গালি কিভাবে ব্যবহার করা যায়। ৬. গার্লেফ্রন্ড বর্তমান থাক না থাক তার সাবেক প্রেমিকের সঙ্গে কি ভাবে গভীর সখ্যতা রাখা যায় সেটা অবশ্য শিক্ষণীয়।

নারীরা কখনোই প্রেমিকের সাবেকের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেনা। দিন শেষে যখন প্রেমিক চলে যায় সে হয়ে যায় একা। কিন্তু পুরুষ কি করে? গার্লফ্রেন্ড সাবেক হেয় গেলেও প্রেমিকার দুই সাবেককে দেখা যায় গলাগলি করে আড্ডা দিতে বা বিরহের গান কবিতা পড়তে বা গাইতে। আজ আপাতত এখানেই শেখা শেষ করি। পরে আরো শিখবো।

ততক্ষন পর্যন্ত আপনারাও চোখ কান খোলা রাখুন। নতুন কিছু শিখলে শেয়ার করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।