আমাদের কথা খুঁজে নিন

   

পাকা ব্যবসায়ীর খোঁজে

৬ সেপ্টেম্বর গুলশানের লেইক শোর হোটেলের ‘লা ভিটা’ হলে অনুষ্ঠিত হয়ে গেল ‘মাস্টার অফ দি বিজনেস’ বা ‘বিজমায়েস্ত্র’র গ্র্যান্ড ফিনালে ২০১৩।
ইউনিলিভারের তাসনিমা জায়গিরদার জানান, তিন সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ৯টি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় ১২ শতাধিক শিক্ষার্থী। এদের মধ্যে ১০টি দল প্রতিযোগিতার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। প্রতি দলে সদস্য ৪ জন। ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে প্রতি দলকে বিভিন্ন বিষয়ের উপর কেইস স্টাডি করতে হয়।



নিজেদের ব্যবসায়িক বুদ্ধি প্রয়োগ করে ফলোআপ করা, বাজারজাতকরণ কৌশলে নিত্য নতুন উদ্ভাবন আর শাণিত যুক্তিতে বিচারকদের সামনে তারা তুলে ধরে ‘ব্র্যান্ডিং’, ‘পয়েন্টস অফ সেলস’সহ আরও নানান বিষয়।
এ প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়-আইবিএ (মার্কেটিং বিভাগ), বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়।

কেইস স্টাডি থেকে ফলাফলের ভিত্তিতে ৩টি দল চূড়ান্তভাবে নির্বাচিত হয়। তারা হল— ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এবারের বিজমায়েস্ত্রস ২০১৩ বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষার্থীদের ‘পলিলক’ দল।

প্রথম রানার্স আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘অসাম দল’ ও দ্বিতীয় রানার্স আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অভিনব’ দল।  
বিজয়ী প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বকর। ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর, পার্সোনাল কেয়ার, জাভেদ আখতার। ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর, হোম কেয়ার অ্যান্ড ফুডস, কেএসএম মিনহাজ।

কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর মহসিন আহমেদ ও হিউমেন রিসোর্স ডিরেক্টর মোনোনিতা সৈয়দ হক।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ২০১০ সাল থেকে প্রতিবছর ‘মাস্টার অফ দি বিজনেস’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ বছর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল ইউনিলিভার বিজমায়েস্ত্রস।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।