প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে বিশ্বে চারশ’ ত্রিশ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। এশিয়াতেই বর্তমানে ২৪২ কোটি ৩০ লাখ মোবাইল ব্যবহারকারী আছে। ২০১৭ সালে তা বেড়ে ২৯৪ কোটি ৪০ লাখে দাঁড়াবে বলেই জানিয়েছে স্ট্যাটিস্টা।
স্ট্যাটিস্টা বাজার এবং বিভিন্ন মতামতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান থেকে ডেটা সংগ্রহ করে। মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে কোথায় কত আছে এবং ২০১৭ সালে তা কত হবে, তা নিয়ে পরিসংখ্যান চার্ট প্রকাশ করেছে স্ট্যাটিস্টা।
চার্টে দেখা গেছে, ইউরোপের বর্তমান ৬৭ কোটি ২০ লাখ মোবাইল গ্রাহক বৃদ্ধি পেয়ে ২০১৭ সালে ৭২ কোটি ৮০ লাখে গিয়ে দাঁড়াবে। উত্তর আমেরিকা ও লাটিন আমেরিকায় বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ২৭ কোটি এবং ৪১ কোটি ৫০ লাখ। যা বেড়ে দাঁড়াবে যথাক্রমে ২৮ কোটি ৭০ লাখ এবং ৪৭ কোটি ২০ লাখে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বর্তমানে মোবাইল ব্যবহারকারী রয়েছেন ৫২ কোটি ৬০ লাখ। যা পরবর্তীতে গিয়ে দাঁড়াবে ৬৭ কোটি ১০ লাখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।