স্বাগতিক হওয়ার লড়াইয়ে ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও উজবেকিস্তানকে হারিয়েছে ভারত।
ভারত কখনো কোনো ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়নি। তবু তাদের আয়োজক হিসেবে বেছে নেয়ার কারণ হিসেবে ফিফা সভাপতি ব্ল্যাটার বলেন, “ক্রীড়া রাজনীতি ও ভূ-রাজনীতির বিবেচনায় ১২০ কোটি মানুষ অধ্যুষিত একটি দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।”
২০১৭ সালের আরো তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। সে বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ায় এবং অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।