এখন থেকে ভারতের নাগরিকরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেই পাসপোর্টের জন্য আবেদন ও টাকা জমা দিতে পারবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোবাইল ফোনের সাহায্যে পাসপোর্ট আবেদন সংক্রান্ত অ্যাপ্লিকেশন তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মের জন্য ‘এম পাসপোর্ট’ বা মোবাইল পাসপোর্ট সেবা চালু থাকলেও নতুন অ্যাপ্লিকেশনটি হবে এর উন্নত সংস্করণ। বর্তমানে দেশটির ‘এম পাসপোর্ট’ সেবার মাধ্যমে কেবল নিকটবর্তী পাসপোর্ট অফিস, থানা, পাসপোর্টের খরচ, হিসাব ও পাসপোর্টের বর্তমান অবস্থা জানা যায়।
নতুন অ্যাপ্লিকেশন চালু হলে সে অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে পাসপোর্টের জন্য অর্থ জমা দেওয়া এমনকি পাসপোর্টের আবেদনও করা যাবে। তবে পাসপোর্টের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোবাইলে আবেদন পূরণ করার পর প্রাপ্ত রেফারেন্স নম্বর নিয়ে নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট তারিখে যোগাযোগ করতে হবে।
মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ জমা দেওয়া ও আবেদন করার সুযোগ থাকায় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সময় নষ্ট হবে না।
ভারতের পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাসপোর্টের আবেদনের জন্য অনলাইনে আবেদন করার বিষয়টি নানা ঝামেলার। এ ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে পাসপোর্ট আবেদনে আগ্রহী হবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।