আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় ও ধর্ষনের কথা প্রকাশ করতে লজ্জা পায় !!!!



আমেরিকার প্রতি ১০ জন কিশোরীর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয় বলে কিশোরীদের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে। ১৪ থেকে ২১ বছর বয়সী এক হাজার ৫৮ জন কিশোর-কিশোরীর ওপর পরিচালিত এ জরিপে দেখা গেছে, তাদের মধ্যে শতকরা ১০ ভাগ যৌন সহিংসতার শিকার হয়েছে। আমেরিকায় যৌন সহিংসতা বলতে যৌন হয়রানি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত বোঝানো হয়। এসব নির্যাতিত কিশোর-কিশোরীর শতকরা ৯৯ জন লোকলজ্জা বা সামাজিক অবস্থানের কারণে তাদের নিগ্রহের কথা পুলিশকে জানায়নি। বাকি শতকরা এক ভাগ তাদের ওপর নির্যাতনের কথা পুলিশকে জানিয়ে এ ব্যাপারে প্রতিকার চেয়েছে। নির্যাতিত কিশোরীদের দুই তৃতীয়াংশ অর্থাৎ শতকরা ৬৬ জন আবার নির্যাতিত হওয়ার কথা তাদের বাবা-মা বা পরিবারের অন্য কোনো সদস্যকে জানায়নি। সেন্টার ফর ইনোভেটিভ পাবলিক হেলথ রিসার্চ ইন সান ক্লেমেন্ট (Center for Innovative Public Health Research in San Clemente) ও নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জরিপ চালিয়েছে। সূত্র: আইআরআইবি সুত্র

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।