আমেরিকার প্রতি ১০ জন কিশোরীর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয় বলে কিশোরীদের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে।
১৪ থেকে ২১ বছর বয়সী এক হাজার ৫৮ জন কিশোর-কিশোরীর ওপর পরিচালিত এ জরিপে দেখা গেছে, তাদের মধ্যে শতকরা ১০ ভাগ যৌন সহিংসতার শিকার হয়েছে। আমেরিকায় যৌন সহিংসতা বলতে যৌন হয়রানি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত বোঝানো হয়।
এসব নির্যাতিত কিশোর-কিশোরীর শতকরা ৯৯ জন লোকলজ্জা বা সামাজিক অবস্থানের কারণে তাদের নিগ্রহের কথা পুলিশকে জানায়নি। বাকি শতকরা এক ভাগ তাদের ওপর নির্যাতনের কথা পুলিশকে জানিয়ে এ ব্যাপারে প্রতিকার চেয়েছে।
নির্যাতিত কিশোরীদের দুই তৃতীয়াংশ অর্থাৎ শতকরা ৬৬ জন আবার নির্যাতিত হওয়ার কথা তাদের বাবা-মা বা পরিবারের অন্য কোনো সদস্যকে জানায়নি।
সেন্টার ফর ইনোভেটিভ পাবলিক হেলথ রিসার্চ ইন সান ক্লেমেন্ট (Center for Innovative Public Health Research in San Clemente) ও নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জরিপ চালিয়েছে। সূত্র: আইআরআইবি
সুত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।