Shams
আমাদের নানা সীমাবদ্ধতার মাঝে নতুন কিছু একটা এসে বৈপ্লবিক পরিবর্তন ঘটালে অনেক ভালো লাগে। চেষ্টা করি সেই উদ্যোগটার পাশে দাঁড়াতে। দেশে বর্তমানে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন এসেছে। আর সেটা শুরু করেছে 'বিকাশ'। 'বিকাশ' হল মোবাইল ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি সার্ভিস।
বিকাশ বহুল ব্যবহৃত সার্ভিস তার পরেও এই সার্ভিস নিয়ে আছে নানা প্রশ্ন, নানা ভ্রান্ত ধারণা, এজন্য অনেকে পড়ে বিড়ম্বনায়, শিকার হয় প্রতারণার। আমার এই ধারাবাহিক পোস্টে চেষ্টা করছি সেগুলোর দূর কারর।
বিকাশ একাউন্ট
বিকাশ প্রদত্ত সেবাসমূহ ব্যবহারের জন্যে মোবাইল ফোনে যে একাউন্টটি খোলা হয় সেটিই বিকাশ একাউন্ট। একাউন্ট খোলার পর মোবাইল নম্বরই হবে বিকাশ একাউন্ট নম্বর।
বিকাশ একাউন্ট খোলা
মোবাইল ফোনে বিকাশ একাউন্ট চালু করা।
বিকাশ মোবাইল মেন্যু
*২৪৭# ডায়েল করে যে মেন্যু দেখে পাওয়া যায়।
ক্যাশ ইন
বিকাশ একাউন্টে টাকা জমা রাখার পদ্ধতি।
ক্যাশ আউট
বিকাশ একাউন্ট থেকে টাকা উত্তোলনের পদ্ধতি। বিকাশ একাউন্ট থেকে যেকোনো বিকাশ এজেন্ট বা ব্র্যাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করা যায়।
সেন্ড মানি
- একটি বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতি।
বাই এয়ারটাইম
বাই এয়ারটাইম সেবার মাধ্যমে বিকাশ একাউন্ট থেকে মোবাইল এয়ারটাইম রিচার্জ করা যায়।
পেমেন্ট
বিকাশ একাউন্ট থেকে একজন বিক্রেতাকে পণ্য অথবা সেবার বিনিময়ে বিল প্রদান করা।
ইন্টারন্যাশনাল রেমিটেন্স
বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠানো বা গ্রহণ করা।
মাই বিকাশ
বিকাশ মোবাইল মেন্যুর একটি অপশন মাই বিকাশ, যেখান থেকে একাউন্ট ব্যাল্যান্স চেক করা যায়, সংক্ষিপ্ত স্টেটমেন্ট দেখা যায়, এটিএম ক্যাশ আউট সার্ভিস একটিভ এবং পিন নম্বর পরিবর্তন করা যায়।
বিকাশ মোবাইল মেন্যু পিন
এটি পাসওয়ার্ডের মত একটি গোপন নম্বর যা বিকাশ একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে।
বিকাশ এটিএম পিন
এটিও একটি গোপন নম্বর যেটি এটিএম থেকে ক্যাশ আউট করার সময় ব্যাবহার করা হয়।
সিকিউরিটি কোড
সিকিউরিটি কোড একটি একবার ব্যবহারযোগ্য পিন। যখন এটিএম থেকে ক্যাশ আউট করা হয়, তখন একটি সিকিউরিটি কোড তৈরি করতে হয়, যা পরবর্তী ১ ঘণ্টার মধ্যে কেবলমাত্র একবারই ব্যাবহারযোগ্য।
ট্রানজেকশন আইডি
প্রতিটি লেনদেনের জন্য সিস্টেমের মাধ্যমে তৈরিকৃত একটি সতন্ত্র তথ্যসূত্র নাম্বার যা সনাক্তকরার জন্য সংরক্ষণ করা হয়।
রেফারেন্স
নিজের ভবিষ্যত প্রয়োজনের জন্যে লেনদেনের উদ্দ্যেশ্য উল্যেখ করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।