আমাদের কথা খুঁজে নিন

   

জিডিপির এক শতাংশ আইটি খাত থেকে

২০১৮ সাল নাগাদ জিডিপির এক শতাংশ আসবে দেশের সফটওয়্যার ও আইটি সেবা খাত থেকে। একই সঙ্গে এ খাত থেকে রপ্তানি আয় বেড়ে দাঁড়াবে এক বিলিয়ন মার্কিন ডলার। দেশের সফটওয়্যার ও আইটি প্রফেশনালদের সংখ্যা দাঁড়াবে প্রায় দেড় লাখ। বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের উদ্যোগে এবং ডেনমার্ক দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত 'বাংলাদেশ ইনফর মেশন টেকনোলজি ম্যানেজমেন্ট প্রোগ্রাম (বিটম্যাপ-২) প্রকল্পের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বেসিস সভাপতি এ কথা বলেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এস্কজায়ের।

সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান। বিটম্যাপ ও বিটম্যাপ-২ প্রকল্পের পটভূমি, উদ্দেশ্য, কার্যক্রম ও অর্জন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির। প্রধান অতিথির বক্তব্যে ডেনমার্ক রাষ্ট্রদূত বলেন, অদম্য প্রাণশক্তি ও উচ্চভিলাষী মনোভাবের অধিকারী বাংলা-দেশি তরুণরা তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সর্বোপরি একটি সমৃদ্ধ দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এরই মধ্যে গার্টনার রিপোর্টে বিশ্বের ৩০টি শীর্ষ স্থানীয় দেশের মধ্যে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের স্বীকৃতি অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বেসিস এর কয়েকটি সদস্য কোম্পানির নাম উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এসব কোম্পানি সফলভাবে ডেনমার্কের সঙ্গে আইটি ব্যবসা করছে।

* ইনফোটেক ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।