আমাদের কথা খুঁজে নিন

   

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল: শুরুতেই বিধ্বস্ত বাংলাদেশ

মঙ্গলবার ইরাকের এরবিল শহরে বিজয়ীদের পক্ষে দুটি করে গোল করেন মাহাদি ও শেরকো। অন্য দুই গোলদাতা বাশার ও সাজ্জাদ। ইরাকে রওনা দেয়ার আগে এক সংবাদ সম্মেলনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে ওঠার লক্ষ্যের কথা জানিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ রেনে কোস্টার। তবে প্রথম ম্যাচেই বিধ্বস্ত হওয়ায় সেই সম্ভাবনা প্রায় শেষ। ১০ অক্টোবর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ কুয়েত। আর ১২ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়াই। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে ৩৮ টি দল ৯টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।