বুদ্ধদেব গুহের "মাধুকরি" উপন্যাসের পৃথু ঘোষ আমি
শ্রীলঙ্কার কাছে ৩-০ গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ কাপের গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সুগাথাদাসা স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া খেলার ৭, ৪২ ও ৮১ মিনিটে গোল তিনটি হজম করে সেমিফাইনালে খেলার প্রত্যয় জানিয়ে কলম্বো যাওয়া আমিনুল বাহিনী। প্রথম খেলায় তাজিকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও পরের খেলায় মিয়ানমারের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে আজ বড় ব্যবধানে হারাতে হতো স্বাগতিক শ্রীলঙ্কাকে। সেটা হয়নি।
উল্টো বাংলাদেশই, সবাইকে অবাক করে হেরে যায় বড় ব্যবধানে। গ্র“পের অন্য খেলায় তাজিকদের কাছে একই ব্যবধানে হেরে যায় মিয়ানমার। সেমিফাইনালে উঠেছে অবশ্য দুই দলই।
আগের নিউজ
সেমিফাইনালে উঠার শেষ চেষ্ঠায়, এএফসি চ্যালেঞ্জ কাপে তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর সুগাথাডাস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
একই সময়ে গ্র“পের অন্য খেলায় মুখোমুখি হবে তাজিকিস্তান ও মিয়ানমার।
প্রথম ম্যাচে শক্তিশালী তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে এগিয়ে গেলেও দ্বিতীয় খেলায় মিয়ানমারের কাছে সমান ব্যবধানে হেরে অনিশ্চিত হয়ে পড়েছে, আমিনুলদের সেমিফাইনাল মিশন। তবে আজ তাজিকিস্তানকে মিয়ানমার হারিয়ে দিলে বাংলাদেশের শেষ চারের আশা টিকে থাকবে। এ ক্ষেত্রে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে জয় অথবা ড্র করলেই চলবে। আর মিয়ানমার হেরে গেলে সেমিফাইনালের দল নির্ধারন করা হবে গোল গড়ের উপর।
২ ম্যাচ শেষে ৬ পয়েস্ট পেয়ে গ্র“পের শীর্ষে রয়েছে মিয়ানমার, আর বাংলাদেশ ও তাজিকিস্তানের পয়েন্ট সংখ্যা ৩। এরআগে শ্রীলংকা ও বাংলাদেশ ১১ বার মুখোমুখি হয়ে ৮ বার জয় পায় বাংলাদেশ। আর দুই কার্ডেও কারনে আজ মাঠে নামতে পারছে না রেজাউল। তার বদলে মামুন মিয়া ও নাসির উদ্দিনকে প্রস্তুত রাখা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।