বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শেখ রাসেলের নাম এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে পাঠিয়েছে।
আগামী ১ থেকে ১১ মে প্রতিযোগিতার গ্রুপ পর্ব এবং ২২ থেকে ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত পর্ব হবে। তবে ভেন্যু ও গ্রুপিং এখনো ঠিক হয়নি।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “লিগ চ্যাম্পিয়ন দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। তাই এবার শেখ রাসেল খেলার সুযোগ পাচ্ছে।”
বাংলাদেশ থেকে এর আগে ঢাকা আবাহনী লিমিটেড কয়েকবার এই টুর্নামেন্টে খেললেও কখনো চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাব একবার সুযোগ পেলেও প্রতিযোগিতায় অংশ নেয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।