আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশি সহায়তা পেতে উত্তরাবাসীদের জন্যে এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন

সেলিম মো: রুম্মান

সম্মানিত উত্তরাবাসী, আমরাই বাংলাদেশ - Aamrai Bangladesh অনুষ্ঠানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে যে দুটি পদক্ষেপের কথা বলেছিলাম তার একটি ছিল আপনাদের জন্যে এমন একটি স্মার্টফোন এ্যাপ্লিকেশন(App) তৈরি করা যেটির মাধ্যমে আপনি উত্তরা এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ পুলিশ নম্বরে সরাসরি ফোন করতে পারবেন। শুধু তাই না, এই এ্যাপ্লিকেশনটি আপনাকে দেখিয়ে দেবে উত্তরার ছয়টি থানার( উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, এয়ারপোর্ট, উত্তরখান, দক্ষিনখান) মধ্যে কোনটি আপনার অবস্থান থেকে সবচাইতে কাছে। ম্যাপে অবস্থান দেখানোর সঙ্গে সঙ্গে ঐ থানার ডিউটি অফিসার এবং ওসির নম্বরটিও আপনি হাতের মুঠোয় পাবেন। এছাড়াও ব্যাঙ্ক থেকে দুই লক্ষ টাকার বেশি নিয়ে যাবার সময় নিরাপত্তা চাইলে কাকে ফোন করতে হবে,চোখের সামনে হাইজ্যাক হতে দেখলে কোথায় ফোন করবেন-এজাতীয় প্রতিনিয়ত ঘটে যাওয়া সমস্যার সমাধান দ্রুত করতে এই এ্যাপটি হতে পারে আদর্শ অস্ত্র। সংক্ষেপে এই এ্যাপটির বৈশিষ্ট্যগুলো এরকমঃ ১. অ্যাপটির সাহায্যে খুব সহজেই আপনার নিকটস্থ পুলিশ স্টেশন খুঁজে পেতে পারবেন এবং সেই সাথে সরাসরি সেই পুলিশ স্টেশনের ওসি কিংবা ডিউটি অফিসারকে ফোন করতে পারবেন।

২. রাস্তায় কোন বিপদে পড়লে কিংবা আগুন লাগার মত দুর্ঘটনায় মাত্র এক ক্লিকেই ফোন করতে পারবেন আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে, এর জন্যে আর কষ্ট করে থানায় আসতে হবে না কিংব কষ্ট করে পুলিশ স্টেশনের ফোন নম্বর মুখস্ত রাখতে হবে না। ৩. বিভিন্ন ধরনের পুলিশি সেবা এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই অ্যাপটির মাধ্যমে। ৪. পাশাপাশি পুলিশকে জানাতে পারবেন আপনার বিভিন্ন পরামর্শও। এ্যাপটির "ইউজার ম্যানুয়াল"- পড়ে দেখলেই বিষয়গুলো অতি সহজেই আপনাদের আয়ত্তে আসবে। পরীক্ষামূলকভাবে উত্তরা ডিভিশনের জন্যে এই এ্যাপটি আমরা আজ থেকে চালু করছি।

আপনারা ফোন করলে উত্তরার পুলিশ সদস্যরা যেন আপনাদের সর্বোচ্চ সহায়তা করেন- উত্তরার সম্মানিত ডেপুটি পুলিশ কমিশনার স্যার এ ব্যাপারে প্রতিটি থানা এবং ফাঁড়িতে আগামীকাল লিখিত আদেশ জারি করবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও, কেউ উত্তরা পুলিশের কোনো সদস্যের কাছ থেকে দুর্ব্যবহার পেলে সরাসরি আমাকে ফোন করার ব্যবস্থা তো আছেই। উল্লেখ্য, খুব শীঘ্রই প্রথমে সমগ্র ঢাকা, পরে পুরো বাংলাদেশের সকল পুলিশ স্টেশন এই অ্যাপলিকেশনটির আওতায় আনা হবে। উত্তরাতে এই এ্যাপ্লিকেশনটি সফল হলে সারা বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারী নম্বর নিয়ে নতুন একটি এ্যাপ্লিকেশন বানানো হবে। আমরা বলেছিলাম, আপনারা কেউ যদি তাঁর মেধা দিয়ে আমাদেরকে সহায়তা করতে চান সেক্ষেত্রে বিবেচনা সাপেক্ষে সেটি আমরা গ্রহণ করব।

বাংলাদেশের দুই তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার(দুজনই প্রাক্তন ক্যাডেট এবং বুয়েটিয়ান) মোঃ তারিক মাহমুদ এবং মোঃ মনসুর হোসেন তন্ময় সম্পূর্ণ বিনামূল্যে এই এ্যাপটি আমাদেরকে তৈরী করে দিয়েছেন। তাঁরা বলেন- "ক্যাডেট কলেজে ছয় বছর এবং বুয়েটে চার বছর-এই দশ বছর সরাসরি আমরা দেশের টাকায় পড়াশোনা করেছি,এই এ্যাপটি তৈরীর মাধ্যমে কিছুটা হলেও আমরা সে ঋণ শোধ করতে চাই। " উত্তরা পুলিশের পক্ষ থেকে এই দুই দেশপ্রেমিক এবং মেধাবী তরুণের প্রতি রইল অপরিসীম কৃতজ্ঞতা। কিভাবে এই এ্যাপটি মোবাইলে ডাউনলোড করবেন তা নিচের ছবিতে বিস্তারিত বলা আছে। শেষ করার আগে একটি অত্যন্ত জরুরী কথা বলে নিইঃ এই এ্যাপে ব্যবহৃত প্রতিটি ফোন/মোবাইল নম্বর কর্তব্যরত পুলিশ অফিসারের।

দয়া করে বিনা প্রয়োজনে/পরীক্ষামূলকভাবে ফোন করে যাঁদের সত্যিকারের সহায়তা প্রয়োজন তাঁদের অসুবিধা সৃষ্টি করবেন না। ধন্যবাদ সবাইকে। ফেসবুক পেজ থেকে কপি-পেস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.