আপনি এখন পর্যন্ত যা শিখেছেন তা দিয়ে আপনি একটি সুন্দর ওয়েব পেইজ তৈরি ক রে ফেলতে পারবেন এতে কোন সন্দেহ নাই । আমার কথা কী বিশ্বাস হচ্ছে না ? একটু কষ্ট হলেও বিশ্বাস করেন, দেখবেন আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন। আজ আমরা একটা সাধারণ ওয়েব পেইজ তৈরি করবো।
তার আগে একটা বেপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলঃ- প্রতিটি ওয়েব পেইজ তৈরি করার আগে পেইজটি দেখতে কেমন দেখাবে তার একটা ডিজাইন করে নিতে হয়। হোক সেটা পেন্সিল দিয়ে নিজের খাতায় বা ফটোশপ দিয়ে।
আমি তেমন ভাল ফটোশপের কাজ পারি না। টুকটাক যা পারি তা দিয়ে কাজ চলে যায়।
যারা ফটোশপের বস তারা খুব সুন্দর করে পেইজের ডিজাইন করতে পারে। আমি পেইন্ট ( Paint) দিয়ে একটি সাধারণ পেইজের গঠন আঁকার চেষ্টা করেছি। আশাকরি এ থেকে একটা সাধারণ ধারনা নিতে পারবেন ওয়েব পেইজটি কেমন হবে।
আজ আমরা যে পেইজটি তৈরি করব কেমন হবে তা দেখে নিনঃ
কী বেপার কিছু কী বুজতে পেরেছেন ? যদিও অনেকটা হিবি জিবি মনে হচ্ছে। ভয় পাবেন না। এটা খুবই সহজ একটা বিষয়। মনে করেন আপনি হঠাৎ একটা কঙ্কাল দেখলেন ভয় কিছুটা লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু চিন্তা করেন দেখেন আপনার নিজের মাঝেও একটা কঙ্কাল বাস করছে।
ঠিক তেমনি এই ছবিটা হল একটা ওয়েব পেইজের কঙ্কালের মত। যখন এর আসল রুপটা দেখবেন তখন আর ভয় লাগবে না।
দেখে নিন পেইজটির আসল রুপঃ-
এবার মিলিয়ে দেখেন দুটা ছবি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেইজটি দেখতে কেমন হবে। অনেক বাড়তি কথা বললাম।
এবার চলেন পেইজটি তৈরি করি। পেইজটি তৈরি করার জন্য যে কোড লাগবে তা নিম্নে দিয়ে দিলাম।
কোডটি কপি-পেষ্ট না করে আপনার এডিটরে লিখে তারপর Save করে আপনার ব্রাউজারে Open করেন এবং মজা দেখেন। যাদের কোডটি বুঝতে সমস্যা হচ্ছে তাদের আমি বলব দয়াকরে আপনি প্রথম পর্ব থেকে সবগুলো টিউন পড়েন। দেখবেন কোড বুঝতে আর কোন সমস্যা থাকবে না।
আজ এই পর্যন্তই । আগামী দিন অন্য কিছু নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে । ততদিন পর্যন্ত ভালো থাকবেন । অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ ।
নিম্নে ধারাবাহিকতা বঝায় রেখে টিউনগুলোর লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে দেখে নিতে পারেনঃ-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।