আমাদের কথা খুঁজে নিন

   

Windows XP তে বানিয়ে নিন একটি সুন্দর টুলবার আর এক ক্লিকেই অ্যাক্সেস করুন আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামে!!

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম এ আপনার নিজের মত করে টুলবার তইরি করতে হয় । অনেকে হয়ত এ পদ্ধতি টা জানেন, তবে যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। আর বলে রাখি এটি খুব কঠিন কাজ না।

এর সুবিধাঃ  আপনি সরাসরি ডেস্কটপ এর কোন ফোল্ডার/ স্টার্ট মেনু তে প্রবেশ না করেই এবং এক ক্লিকেই আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামে প্রবেশ/ Access করতে পারবেন ।

আর আপনার ডেস্কটপটির এই টুলবার টি হবে আনকমন অর্থাৎ অন্য কার-ও ডেক্সটপে এটি আপনি দেখতে পাবেন না।  
১/প্রথমে আপনি আপনার যেকোনো একটি হার্ডডিস্ক ড্রাইভ এ ফোল্ডার তৈরি করুন। তার নাম দিন "Shortcut"। স্ক্রিন শট দেখুন।  
 
২/এবার আপনার দরকারি প্রোগ্রামগুলোর আইকন কপি করে Shortcut নামে যে ফোল্ডার টি তৈরি করা হল সেখানে পেস্ট করুন।

স্ক্রিন শট দেখুন।

৩/এবার আপনার ডেক্সটপে গিয়ে টাস্কবার এর ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন। তারপর "Toolbars" এ ক্লিক করে "N ew Toolbar..." এ ক্লিক করুন। নিচের  স্ক্রিন শট দেখুন।

 
এবার টাস্কবারের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে "Lock the Taskbar" এ টিক দিয়ে দিন।

আপনি চাইলে টুলবারে "Always On Top" এ টিক দিতে পারেন।
 

Victory.
এখন এইপরজন্তই সবাইকে ধন্যবাদ।
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.