এরা হলেন- শ্রমিক ইমরান (২০), নজরুল (২২) ও রমজান (৩০) এবং ওই এলাকার বাসিন্দা শাওন (২৫)।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর কেডিএ অ্যাভিনিউয়ের আলীশান মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ভূগর্ভস্থ সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইমরান ও নজরুলের মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান ও শাওন।
সমীর নামের এক ব্যক্তির নির্মাণাধীন ১৬ তলা ওই ভবনের দ্বিতীয় তলার কাজ চলছে।
ভবনের ভূগর্ভস্থ সেপটিক ট্যাংকে কাজ করার সময় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করতে গিয়েছিলেন শাওন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জুয়েল কৃষ্ণ সুর জানান, হাসপাতালে প্রথমে মৃত দুই জনের লাশ আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুইজন মারা যান।
এদিকে শ্রমিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের স্বজনরা দুপুরে নির্মাণাধীন ওই ভবনে ভাংচুরের চেষ্টা করে।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।