আমাদের কথা খুঁজে নিন

   

দেশে নাইনডি সিনেমার অভিজ্ঞতার সুযোগ

থ্রিডি বা ফোরডি প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হয়তো অনেকের হয়েছে। তবে এবার দেশেই নাইনডি প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি করেছে ডি-বক্স টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান। নাইনডি প্রযুক্তির থিয়েটার হল তৈরি করছে প্রতিষ্ঠানটি।
থ্রিডি মানে যেমন ত্রিমাত্রিক ভিডিও দেখার সুবিধা, নাইনডি মানে কিন্তু নয় মাত্রার ভিডিও নয়। বরং নাইনডি প্রযুক্তির সিনেমার ক্ষেত্রে দর্শক থিয়েটার হলে বিভিন্ন অনুভূতির অভিজ্ঞতা পাবেন।

বৃষ্টি, বাতাস, ধোঁয়া প্রভৃতি বিষয়গুলো থিয়েটার হলে অনুভব করতে পারবেন দর্শক।
১০ অক্টোবর রাজধানীর রাইফেলস স্কোয়ার মার্কেটে নাইন ডি থিয়েটার হলের উদ্বোধন করেছে ডি-বক্স কর্তৃপক্ষ। ডি-বক্স টেকনোলজিসের দাবি, তারা দেশে প্রথমবারের মতো নাইনডি অ্যানিমেশন ফিল্ম থিয়েটার হল চালু করেছে।
ডি-বক্স টেকনোলজির চেয়ারম্যান সাজেদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো নাইনডি প্রযুক্তির থিয়েটার হল চালু হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই মিনি থিয়েটার হলে ১০ থেকে ১৫ মিনিটের অ্যানিমেশন ফিল্ম প্রদর্শিত হবে।


সাজেদুল ইসলাম জানান, হলিউডের জনপ্রিয় ১০০টি অ্যানিমেশন ফিল্ম রয়েছে এই থিয়েটারের আর্কাইভে। এ হল থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন দর্শকরা।
ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে সাজেদুল ইসলাম বলেন, ‘দর্শকদের চাহিদা বুঝে এক বছরের মধ্যে দেশের বড় শপিং মলগুলোতে নাইনডি প্রযুক্তির মিনি থিয়েটার হল তৈরির পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া ঢাকার উত্তরার নর্থ টাওয়ারে ঈদের আগেই একটি নাইনডি প্রযুক্তির থিয়েটার হল চালু করা হবে। টিকিটের দাম হবে ২৫০ টাকা, শিক্ষার্থী ও শিশুদের জন্য ২০০ টাকা।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.