আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের ছবিব্লগ :: অন্তত একটিবার দেখার অনুরোধ রইল

ও রে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে । ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট ক'রে- যাব না আর ঘরে। ''মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷ কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা তাঁরা কি ফিরবে না আর? তাঁরা কি ফিরবে এই সুপ্রভাতে- যত তরুণ অরুণ গেছে অস্তাচলে'' ৭১' এর ছবি ব্লগঃ ১৮ই জানুয়ারী, ১৯৭০ - পল্টন ময়দানে জামাতে ইসলামীর মিটিং এ জনতার আগুন ব্যবহৃত শেলের সামনে শিশু হতভাগ্য কোন বাঙালীর লাশ ইন্ডিয়ার পথে অসহায় বাংলাদেশী শরণার্থী - লাকসাম, কুমিল্লা এপ্রিল ১৯৭১ হতভাগ্য কোন বিরঙ্গনা যশোর সিটি কলেজ এর সামনে বাঙালীদের লাশ যশোর সিটি কলেজের বধ্যভূমি প্রশিক্ষনরত মুক্তিযোদ্ধা আহত একজন মুক্তিযোদ্ধাকে কাধে তুলে নিয়ে যাচ্ছেন আরেকজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় ২জন সাধারন মানুষকে রাজাকার কর্তৃক জনসম্মুখে অপমানের চিত্র - লালবাগ , ঢাকা কুষ্টিয়া নিউ মার্কেটের ধ্বংসচিত্র জাতির শ্রেষ্ঠ সন্তান - মুক্তিযোদ্ধা ৬ই ডিসেম্বর, ১৯৭১ - ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, এ উপলক্ষে কলকাতায় অবস্থানরত বাংলাদেশীরা এক বিজয় মিছিল বের করে। রায়েরবাজার বধ্যভূমির চিত্র - ডিসেম্বর ১৯৭১ ইয়াহিয়া সরকারের বিরুদ্ধে ময়মনসিংহে জনগনের সশস্ত্র মিছিল বুদ্ধিজীবীদের মৃতদেহ - রায়েরবাজার বধ্যভূমি ১৯৭১ কেন্দ্রীয় শহীদ মিনারে পরাধীন বাংলাদেশের শেষ ২১ ফেব্রুয়ারী উৎযাপন রিফিউজি ক্যাম্পে খাদ্যের অপেক্ষায় বাঙালি নারী মুক্তিযোদ্ধাদের কচুরিপানা দিয়ে ঢাকা ঝুড়ির মধ্যে গ্রেনেড পাচার করার করার চিত্র ২৭ মার্চ, ১৯৭১ - পাকিস্তানী হানাদার বাহিনী যশোর ফুড গার্ডেনে এক বাঙালীর মৃতদেহ ৭ই মার্চ, বঙ্গবন্ধুর ভাষণ শুনতে রেসকোর্স ময়দানে আগত জনতার একাংশ ভারতে প্রশিক্ষনরত মুক্তিযোদ্ধা একজন নিরস্ত্র বাঙ্গালিকে প্রহার করছে পাকিস্তানী এক সৈন্য মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী ২ পাক সেনা প্রশিক্ষনরত মুক্তিযোদ্ধা কাওরান বাজারে পাক বাহিনীর বোমা হামলা ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে মৃত বাঙালীর দেহাবশেষ ডিআইটি ভবনের সামনে পাকিস্তানী সৈন্যর মৃতদেহ একজন আহত মুক্তিযোদ্ধা যশোরের মনোহরপুরে আখক্ষেতে প্রাপ্ত হতভাগ্য মানুষের কংকাল ''এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'' - রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের চিত্র - ৭ই মার্চ, ১৯৭১ যশোরের ছুটিপুরে এক হতভাগ্য বাঙালীর মৃতদেহ নিহত বুদ্ধিজীবী - রায়েরবাজার বধ্যভূমি ৫ই এপ্রিল, ১৯৭১ - ট্র্যাক্টরে মুক্তিযোদ্ধা ১১ই এপ্রিল, ১৯৭১ - চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন ২২ নভেম্বর, ১৯৭১ - একজন মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, যাদের জন্য আজকের এই বাংলাদেশ ''স্বাধীন'' রৌমারিতে শস্যক্ষেত পাহারারত এক বাঙালি - ২০ নভেম্বর, ১৯৭১ নিউইয়র্কে বাংলাদেশের জন্য আয়োজিত এক কনসার্টে জর্জ হ্যারিসন ভারত বাংলাদেশ সীমান্তে বোম তৈরিতে ব্যস্ত মুক্তিযোদ্ধারা ১৮ই ডিসেম্বর, ১৯৭১ - রায়েরবাজার বদ্ধভুমিতে বুদ্ধিজীবীদের মৃতদেহ ১৮ই ডিসেম্বর, ১৯৭১ - মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ারত হাজার হাজার মানুষ ''যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি'' মুক্তিযুদ্ধের আরও ছবি দেখতে আমার ফেসবুকে আমার সংগ্রহ দেখতে পারেনঃ ১৯৭১ এর ছবি সংগ্রহ সবাইকে ধন্যবাদ!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.