শনিবার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দুই গোলদাতা নেইমার ও অস্কার।
১৩ মিনিটে গোল করার প্রথম সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু ফরোয়ার্ড হাল্কের শট ঠেকিয়ে দেন স্বাগতিকদের গোলরক্ষক জুং সুং-রিওং।
১০ মিনিট পর আবার স্কলারির দলের জন্য হতাশা। এবার অস্কারের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
অবশেষে ৪২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের দুর্দান্ত ফ্রি-কিক সুং-রিওংকে বোকা বানিয়ে চলে যায় জালে। জাতীয় দলের হয়ে বার্সেলোনা তারকার এটি ২৭তম গোল।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার অস্কার। আরেক মিডফিল্ডার পলিনিয়োর দারুণ এক পাস ধরে, দুর্দান্ত গতিতে বক্সের ভেতর ঢুকে পড়ে, গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
৫৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। কিন্তু নেইমারের দারুণ ক্রস থেকে ডিফেন্ডার লুইস গুস্তাভোর হেড ঠেকিয়ে দেন স্বাগতিকদের এক ডিফেন্ডার।
পুরো ম্যাচে কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।