আমাদের কথা খুঁজে নিন

   

বিমান যাত্রা নিয়ে স্কলারির হতাশা

ম্যাচের আগের দিন শুক্রবার ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি সাংবাদিকদের বলেন, “৩০ ঘণ্টা বিমান যাত্রার পর অনেকেই খুব ক্লান্ত। আমরা একদিন ইনডোরে অনুশীলন করেছি। আরেক দিন সামান্য অনুশীলন করেছি। ” “তাই এই ম্যাচ থেকে আমি খুব বেশি কিছু আশা করছি না। আগামীকাল (শনিবার) আমাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা ভালো না থাকারই কথা।

” ব্রাজিলের জন্য স্বস্তির খবর, বার্সেলোনা তারকা নেইমার পুরোপুরি ফিট।
বিমান ভ্রমণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও দু দলের শক্তি-ঐতিহ্যের মতো সাম্প্রতিক পারফরম্যান্সেও অনেক পার্থক্য। গত জুনে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করে কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে স্কলারির দল। অন্যদিকে বাছাই পর্বে অনেক লড়াই করে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। কোরিয়া সফর শেষে চীনে যাবে ব্রাজিল।

আগামী মঙ্গলবার বেইজিংয়ে আরেকটি প্রীতি ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জাম্বিয়া।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.