স্কেলে মেপে মেপে করি জ্যামিতির ক্লাস
------------------------------
মূলত অতিকথনে যাই না__স্কেলে মেপে মেপে করি জ্যামিতির ক্লাস
পাশে হয়ে যায় গুঢ় কথা ফ্লাস,
এইজন্য দুএকটি কথায় প্রয়োজন ছেড়ে কেটে পড়ি হাট বাজার কিংবা লোকালয়
তবু লাগে ভয়__
কোন কথা কীভাবে বলেছি__ভুল উচ্চারণে কোন আয়াত আর সুরা
ফসকে গিয়ে __ভুলে ভরা
হয়ে ছেয়ে গেছে আকাশে ইথারে
কেয়ামতের দিন, আল্লাহ বলেন যদি, ব্যাটারে
তোরে এইজন্য সুষ্টি করেছিলাম, এইজন্য এলেম শিক্ষা নিয়েছো, খেয়েছো
পেট পুরে আর আখের গোছায়েছো
টাকায রত্নে
অতিযত্নে।
মানুষগুলো আজ উপদেশে পটু, সর্বদা সত্য বলিবে
অথচ নিজেই মিথ্যের সাথে বাস করে, নিজেই মানেনা মনিবে
তবু ফলিবে তার পানিপড়ায় লাউ আর কুমড়া
মানুষের সাথে সম্পর্ক দা-কুমড়া
ফলত নির্জন দ্বীপে করি বাস__
কোনো কথা বলিনা কী হইবে ফাঁস।
১২.১০.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।