এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়।
টেলিটক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের একমাত্র দেশীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান। সম্প্রতি তারা শুরু করেছে ৩জি ব্যাবসাও। সরকারী এ ফোনের সরকারী সেবার নমুনা দেখুনঃ
- স্লামুলাইকুম।
কিভাবে সাহায্য করতে পারি।
: ওয়ালাইকুম _আস_সালাম। আমি রংপুরের পীরগঞ্জ থেকে বলছি। আমি টেলিটক নেট কানেক্ট করতে পারছি না।
- পীরগঞ্জ কি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে?
: না।
- তাহলে তো আপনি 3G ইউজ করতে পারবেন না।
: আরে ভাই আমি 2G -র কথাই বলছি।
- আপনার মোবাইলের কনফিগারেশন ঠিক আছে তো? মোবাইল টা আগে কনফিগার করে নিন। Apn: wap … …
: জ্বি। সব ঠিক আছে।
মোডেমেও কানেক্ট হচ্ছে না!
- আপনি মোডেমে ইউজ করেন!(ভদ্র মহিলা যেন আকাশ থেকে পড়লেন!)?মোডেমে তো পেইজ ই ওপেন হবার কথা না। আপনি কি মোডেম ইউজ করেন?
: জিপি। ময়মনসিংহ এ আমি ভালো স্পিড পেতাম।
- জিপিতে তো কানেক্ট হবার কথা নয়। আপনি টেলিটকের ফ্ল্যাশ মোডেম ইউজ করে দেখতে পারেন।
ময়মনসিংহ এ ৩জি আছে এ জন্য হয়তোবা স্পিড পেতেন।
: ময়মনসিংহ এ ৩জি আসার আগে থেকে আমি নেট ইউজ করি। আপনি সত্যি করে বলুন তো এখানে আপনাদের 2G নেট কাভারেজ আছে কি না?
- স্যার, আমরা এখন 2G নিয়ে কাজ করিনা।
: :O সারাদেশে ২জিই ঠিক নাই, আপনারা ৩জি দেবেন কি করে? আর সবাই তো আপনার ৩জি ইউজ করবে না।
- স্যার, আপনার সাথে কথা বাড়াতে চাচ্ছি না।
আপনার প্রব্লেমটা আমি লিখে রাখছি।
বিশাল একটা ভাব নিয়ে ভদ্রমহিলা ফোনটা রেখে দিলেন। আর আমি?
রাগে দুঃখে ক্ষোভে এবং অপমানে আপনমনে কিছুক্ষণ “বিপ-বিপ... বিপ-বিপ...” করে গেলাম! শালার সরকারী টিটি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।