ভয়াবহ ঘূর্ণিঝড় পাইলিনের তান্ডবে ভারতের উড়িষ্যা এবং অন্ধ্র প্রদেশের উপকূল লন্ডভন্ড হয়ে গেছে। ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে এ ঝড় স্থানীয় সময় শনিবার রাত সোয়া ৯টার দিকে আঘাত হানে। উড়িষ্যা প্রদেশে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে এরই মধ্যে পাইলিন দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে এবং উড়িষ্যাসহ বিভিন্ন প্রদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। পাইলিনের আঘাতে কাঁচা ঘরবাড়ি, বহু পাকা ঘরের ছাদ, গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থা চুরমার হয়েছে।
উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বরসহ অন্তত সাতটি জেলা অন্ধকারে রয়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামও।
পাইলিন দুর্বল হয়ে পড়ায় পুরোদমে শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। উদ্ধারকর্মীরা রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি আরও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা অনুসন্ধান করছেন। অসহায় ও ঘর ছেড়ে আসা লোকজনের মধ্যে বিতরণ করছেন খাদ্যদ্রব্য।
এএফপি।
- See more at: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।