নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর গ্রামের জালাল মিয়ার গোডাউন সংলগ্ন স্থানে আজ ভোরে ডাকাত সন্দেহে গনপিটুনিতে অজ্ঞাতনামা দুই যুবক নিহত ও সোহেল নামে অপর একজন আহত হয়েছেন।
স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে জালাল মিয়ার গোডাউন সংলগ্ন স্থানে তারা ডাকাতির প্রন্তুতি কালে ডাকাতদের ধাওয়া করে তিনজনকে আটক করে গনপিটুনি দেয়। এ সময় দুই ডাকাত নিহত হন অপর একজন আহত হন। আহত ডাকাত সোহেল সদর উপজেলার চর করমুল্লার নুরুল আলম চৌধুরীর ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক অজ্ঞাত দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন।
সোহেল নামে অপর ডাকাতের অবস্থা আশংকা জনক।
সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, আজ ভোরে স্থানীয় লোকজন ফজরের নামাজ পড়ার জন্য বের হলে উপজেলার বিনোদপুর গ্রামের জালাল মিয়ার গোডাউন সংলগ্ন স্থানে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতদের ধাওয়া করে ৩জনকে আটক করে গনপিটুনি দেয়। স্থানীয়দের দেওয়া তথ্য মতে পুলিশ ঘটনাস্থলের পাশের একটি নারিকেল গাছ থেকে একটি কিরিছ উদ্ধার করেছে বলে।
তিনি আরো জানা যায়, ঐ এলাকায় কয়েকদিন পর-পর ডাকাতির ঘটনা ঘটে। গত কয়েক দিন আগে স্থানীয় কবির হোসেন নামে একজনের বাড়ীতে ডাকাতরা ডুকে কবির হোসেনকে পিটিয়ে জখম করে মালা-মাল লুট করে নিয়ে যায়।
যার কারণে স্থানীয় লোকজন ডাকাত আতংকে ভুগছিল এবং সব সময় সর্তক থাকত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।