আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে দুর্বৃত্তের আঘাতে যুবক খুন

নোয়াখালী জেলা শহরের পূর্ব মাইজদী গ্রামের লক্ষীনারায়ানপুরের মাইজদী রেল স্টেশন এলাকায় শহীদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত শহীদ উল্যাহ (৩২) পৌরসভার ২নং ওয়ার্ডের সালাম চৌকিদার বাড়ির  মৃত ছায়েদুল হকের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের লক্ষীনারায়ানপুরের রেল স্টেশন এলাকায় শহীদ উল্যাকে গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকে ছুরির দু'টি আঘাত রয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  প্রেরণ করা  হয়েছে। নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.