আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে ২ জন অপহৃত

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুরের ফিরোজের চা দোকান থেকে জাহাঙ্গীর আলম(২৫) ও মোসলে উদ্দিন বাচ্চু(৩৫) নামে ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত জাহাঙ্গীর আলম (২৪) উপজেলার রামনারায়নপুর ইউপির গোমাতল গ্রামের দর্জি বাড়ীর মো. আলী হোসেনের ছেলে। সে ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম বিকেল সাড়ে ৪টার দিকে বৈকুণ্ঠপুর বাজারের ফিরোজের দোকানে বসে চা খাচ্ছিল।

এসময় মনির ও সুজন নামের দুই যুবক জাহাঙ্গীরকে দোকান থেকে টেনে হিঁছড়ে বের করে দোকানের বাহিরে নিয়ে যায়। পরে রিয়াদসহ কয়েকজন সন্ত্রাসী ৩টি মোটরসাইকেল যোগে এসে অস্ত্রের মুখে জিম্মি করে জাহাঙ্গীরকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জাহাঙ্গীর আলম ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটিতে থাকলেও সে রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পৃক্ত নয়। বর্তমানে সে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ম্যান হিসেবে কাজ করছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.