কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের খবরে নোয়াখালীর বিভিন্ন স্থানে হামলা ভাংচুর সহ বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বেগমগঞ্জের আপানিয়া বাজারে র্যাবের সাথে সড়ক অবরোধকারীদের সংঘর্ষে খোরশেদ আলম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ সময় ইমাম ইদ্দিন নামে আরো একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্ক্ষিদর্শীরা জানিয়েছে, আজ শুক্রবার রাত দুইটার দিকে বিক্ষুদ্ধ জামায়াত শিবিরের কর্মীরা বেগমগঞ্জের আপানিয়া বাজার এলাকায় চাটখিল-সোনাইমুড়ি সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে। এ সময় টহলরত র্যাব, পুলিশ ও বিজিবির সাথে অবরোধকারীদের সংঘর্ষে চটপটি বিক্রেতা খোরশেদ আলম ও রিক্সাচালক ইমাম উদ্দিন গুলিবিদ্ধ হন। ভোরে খোরশেদ আলমের মৃত্যু হয়। গুলিবিদ্ধ ইমাম উদ্দিনকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ অফিস সহ অর্ধশতাধিক দোকান ভাংচুর করা হয়, বসুরহাট-চাপচাশিরহাট সড়ক কেটে দেয়া হয়েছে, বেমগঞ্জের গোপালপুর বাজারে ২৫টি দোকান ভাংচুর করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।