আমাদের কথা খুঁজে নিন

   

‘অ্যাপলের উচিত বড় কোম্পানি কেনা’

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্কালি অ্যাপল নিয়ে বেশকিছু মন্তব্য করেছেন।
১৯৮৭ সালে সিইও থাকা অবস্থায় জন স্কালি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে অ্যাপল ছাড়তে বাধ্য করেন। ওই ‘কর্পোরেট কু’ সম্পর্কে জবসের মন্তব্য ছিল, “আমি অ্যাপল চালানোর জন্য ভুল লোককে বেছে নিয়েছিলাম। ”
স্কালি জানিয়েছেন, অ্যাপল যদি চায় তাহলে সম্পূর্ণ ই-কমার্সের চিত্রই পাল্টে যেতে পারে। উদাহরণ হিসেবে ধরা যাক অ্যাপল ইবে কিনে নিল।


স্কালি বলেছেন, “অ্যাপল পণ্য তৈরি এবং নতুন বাজার তৈরির জন্য দুর্দান্ত প্রতিষ্ঠান। ”
স্কালি মনে করেন, অ্যাপলের কার্ল ইকানের মতো সক্রিয় বিনিয়োগকারীর বুদ্ধি নেয় না, যিনি প্রতিষ্ঠানটিকে ব্যাক স্টক কেনার পরামর্শ দিয়েছেন।
জন স্কালি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ছিলেন। স্কালি জানান, হাই-টেক ইন্ডাস্ট্রিতে সিইও হিসেবে ভুল সিদ্ধান্ত নেয়নি এমন কেউ নেই। স্কালি মাইক্রোসফট থেকে সম্প্রতি অবসরের ঘোষণা দেওয়া সিইও স্টিভ বলমারের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.