আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের ছেলেদের ফ্রেন্ডশিপ .....



মেয়ে মানুষের এত পরপুরুষের লগে কথা কওয়ার সখ ক্যান ....??? আমার ৬-৭ টা বন্ধুর জিএফ অধিকাংশই অন্য পোলাগো লগে গল্প কইরে বেড়ায়। সব গুলারে আম্রা বাজে বলি। তবে ওই ৬ টা ইউনিক একদম। এত্ত ভালবাসে বলার মত না। মাঝে মাঝে মনে দুনিয়ার সব গুলা মেয়েরে ওদের সামনে দাড় করাই বলি... "দেখ তোদের একটা সুন্দর চেহারা আছে।

এদের ও আছে। তোদের একটা বি এফ আছে এদের ও আছে। আর এদের একটা জিনিস ই তোদের মাঝে নাই। সেইডা হইলো 'চরিত্র ' তোরা তোদের বিএফ থাকতেও অন্য পোলাগো লগে গ্যাজায় বেড়াস। আর সবাইরে বলিস 'ফ্রেন্ড ' বা 'ভাই ' আর এরা আজাইরা কখনোই গ্যাজায় না।

তোরা মনে করিস কেউ তোর পিক দেইখে সুন্দর বলল আর তুই অনেক সুন্দরী হয়ে গেলি আর এরা মনে করে আমার বিএফ আমারে কালো বললে আমি কালোই। একটা ছেলে কখনোই একটা মেয়ের ফ্রেন্ড হতে পারে। আমার বহুত ফ্রেন্ড দেখছি যারা একটা মেয়েরে এই ফেসবুকের প্লাটফর্মেই বোন বলে ডাকছে। বাস্তবে যাওয়ার পর যখন মেয়ের ওর বিএফের সাথে ব্রেকাপ হয়ে গেছে আমার বন্ধু প্রপোজ করছে। মজার বিষয় প্রতিটা ব্রেকাপের পেছনেই আমার ফ্রেন্ডগুলা সক্রিয় ভূমিকা ছিল।

মেয়েদের যেটাই বলা হয় ওটাই তারা বিলিভ করে। আর এইটাই আমার ফ্রেন্ড গুলা কাজে লাগায়ছে। ফার্স্টে তারা একটা সুস্থ ফ্রেন্ডশিপ গড়ে তুলছে ওদের সাথে। বিশ্বাসভাজন হইছে। এরপর ওই মেয়ের বিএফের নামে বিভিন্ন কথা বলে একটা ব্যবস্থা করছে।

আর বিএফগুলাকেও মেয়েগুলার নামে বাজে কথা বলছে " রাস্তা ক্লিয়ার। ব্রেকাপ হয়ে গেলেই ফ্রেন্ড গুলা ঝাপিয়ে পড়ছে নিজের সুপ্ত বাসনায়। তাই সব মেয়েদের বলি.... "সবচেয়ে বিশ্বাস্ত বিশ্বাসঘাতক হচ্ছে বিএফ থাকা কালীন গড়ে ওঠা ফ্রেন্ড আর বড়ভাইগুলা। যদি বিএফ কে সত্যি ই ভালবাসেন এদের থেকে উপুযক্ত দূরত্ব বজায় রাখুন। "



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।