আমাদের কথা খুঁজে নিন

   

উত্সাহ পাবে অশ্লীল চলচিত্র নির্মাতারা .সেন্সর বোর্ড বলে কিছু থাকছে না আর : এফডিসি সভাপতি পীযুষ বন্দ্যোপাধ্যায়"

গতকাল কলকাতা এবং বাংলাদেশের খ্যাতিমান চলচিত্র শিল্পীদের নিয়ে বর্তমান এফডিসি সভাপতি এক বৈঠক করেন। বৈঠকে দুই বাংলার সিনেমা শিল্প কিভাবে আরো উন্নত এবং পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়া যায় এব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে যদিও কলকাতা সরকারের কোনো নিজস্ব প্রতিনিধিদল এটি নয়।যাই হোক বিভিন্ন বিষয় নিয়ে এ ব্যাপারে বর্তমান এফডিসি সভাপতি পীযুষ বন্দোপাধ্যায় এক পর্যায়ে বলেন সেন্সর বোর্ড বলে কিছু থাকছে না আর : পীযুষ বন্দ্যোপাধ্যায়।আমি চলচিত্রের কোনো বুদ্ধিজীবী কিম্বা বিশ্লেষক নই তবে একটি বিষয় আমার কাছে মনে হলো আর তা হলো সেন্সর বোর্ড থাকা উচিত কারণ,সেন্সর বোর্ড এই জবাবদিহিতা না থাকলে অশ্লীল পরিচালকরা যে আরো বেশি বেপরোয়া হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই। বর্তমানে সেন্সর বোর্ড থাকার পরেও যে ধরনের অশ্লীল চিত্র সংবলিত ছবি দেখা যাচ্ছে সেন্সর বোর্ড না থাকলে এটি যে অনেক বেড়ে যাবে ইটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানী হবার দরকার নাই .বর্তমান সময়ে নতুন ধারা একটা চলচিত্র নির্মান শুরু হয়েছে আর তা হলো রোমান্টিক ধারার চলচিত্র .এই সকল চলচিত্র দেখলেও বুঝা যায় রোমান্টিকতার আড়ালে মূলত অশ্লীলতা ছড়িয়ে দেবার জন্য কিছু গোষ্ঠী তত্পর ..একদিকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অন্যদিকে কোলের উপর বসে থেকে ছবির পোজ দেয়া পোস্টারের ছড়াছড়ি।তাই সরকারের এই সিধান্তকে সাধুবাদ জানাতে পারে অশ্লীল চলচিত্র নির্মাতারা আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারছিনা....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।