আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার সংবাদ সম্মেলনে বিটিভির অতি উত্সাহ !

প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশন বিটিভিকে গতকাল আসতে দেখা গেল। এ নিয়ে বিএনপি নেতা-কর্মী ছাড়াও গণমাধ্যমের কর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। সংবাদ সম্মেলন জুড়ে বিটিভির সংবাদকর্মীদের অতি উত্সাহী ভূমিকা পালন করতে দেখা গেছে। তাদের ব্যস্ততায় অনেকের মনে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়। সন্ধ্যা পৌঁনে ৬টায় সংবাদ সম্মেলন থাকলেও বিকাল ৪টার মধ্যেই গুলশান কার্যালয়ে এসে হাজির হন বিটিভির একটি টীম।

অবশ্য সংবাদ সম্মেলন শেষে দ্রুতই তারা গুলশান কার্যালয় ত্যাগ করেন।   

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিটিভিকে সংবাদ সংগ্রহের জন্য কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। তবে বিটিভির কর্তৃপক্ষ গতকাল দুপুরে আমাকে ফোন করে জানানো হয়, তারা বিরোধীদলীয় নেতার সংবাদ সম্মেলনটি কাভার করতে চান। পরে আমি বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানকে অবহিত করলে তিনি আসতে বলেন। এরপর বিকাল ৪টার দিকে বিটিভির একজন রিপোর্টার ও একজন ক্যামেরাম্যান আসেন।

প্রথমবারের মতো গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিটিভির কর্মীদের আসায় বিএনপি নেতাদের মধ্যে বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে। কার্যালয়ে আসা দলের সিনিয়র এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগ মূহুর্তে হঠাত্ করে গুলশান কার্যালয়ে বিটিভি বিরোধীদলীয় নেতার কর্মসূচি কাভার করতে এসেছে। অবশ্যই এর কোনো অন্তর্নিহিত কারণ রয়েছে। নইলে এর আগে বিরোধী দলীয় নেতার কোনো কর্মসূচিতে বিটিভিকে আসতে দেখা যায়নি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।