ঢাকা ডন সাংবাদিক নিবন্ধন
আপনি কি সাংবাদিকতায় নিজের কেরিয়ার গড়তে চান ? আপনার প্রতিভা বিকাশ করতে চান সারা বিশ্বের সামনে । আপনার অনুসন্ধানি সংবাদের মাধ্যমে বিশ্বের সকল মানুষের মন জয় করতে চান ?
ভাল কোন প্লাট ফরম পাচেছন না !!!! তা হলে এখনি ঢাকা ডন এর Social Journalist হিসাবে কাজ শুরু করতে পারেন ।
ঢাকা ডন এর সাংবাদিক হবার জন্য আজই রেজিঃ করুন। ঢাকা ডন বিশ্বের সর্বপ্রথম ৫ টি ভাষা Onlineসংবাদ মাধ্যম । যা অল্প দিনের মধ্যে বিশ্বের শক্তিশালি Online Newspaper এর মধ্যে জায়গা করে নিতে সক্ষম হবে ।
আমরা মনে করতেছি ঢাকা ডন এর মাধ্যমে আপনি পাবেন বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরতে যা কিনা আপনার জীবনের লক্ষ্যকে ভিন্ন মাত্র যোগ করবে। ঢাকা ডনের মাধ্যমে বিশ্বের সকলের কাছে তাৎক্ষনিক সংবাদ এবং তথ্য সেবা পৌছে দেয়ার লক্ষে আমরা খুজছি একদল উদ্যমী তরুণ –তরুণী যারা সমাজটাকে বদলে দিতে আগ্রহী এবং প্রযুক্তির প্রতি যাদের রয়েছে অপরিসীম আগ্রহ ।
এ ছাড়া যে কোন পেশার কর্মরত থেকে যে কেউ আমাদের সাংবাদিক হিসাবে কাজ করতে পারবেন বিশ্বে যে কোন প্রান্ত থেকে। সংবাদ পাঠাবেন আমাদের বার্তা কক্ষে সেখান থেকে আপনার সংবাদটি বাংলা/English/আরবি এর অনুবাদ করে প্রকাশ করা হবে।
বর্তমানে ঢাকা ডন ৩ টি ভাষায় প্রকাশ করা হচ্ছে ।
এবং অচিরেই বাকী দুইটি ভাষা সংযুক্ত হবে ।
রেজিঃ করতে এখানে
রেজিঃ সম্পন্ন করার ২ থেকে ৩ দিন পর আপনাকে ঢাকা ডন এর পক্ষ থেকে একটি E- mail এবং ২ থেকে ৭ দিনের মধ্যে আপনার বর্তমান ঠিকানায় কুরিয়ার পাঠানো হবে ।
আপনি Dhaka Dawn এর সাংবাদিক নিয়োগ এবং Dhaka Dawn এর PRESS ID CARD পাবার পর থেকে সংবাদ কর্মী হিসাবে যে কোন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করতে পারবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।