সাংবাদিকতায় ‘মানিক মিয়া’ পুরস্কার চালু করা হোক ইত্তেফাক দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষ ¯’ানীয় একটি পত্রিকা। একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা ও তা গড়ে তোলার ব্যাপারে এর যে ভূমিকা, তা বোধ করি বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয় কোন পত্রিকা বা অন্য কোন গণমাধ্যমের নেই। আর এই ভূমিকার পিছনে যে ব্যক্তি তিনি হ”েছন তফাজ্জল হোসেন মানিক মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পর্কে তাঁর এক গ্রšে’ লিখেছেন- “(তিনি) উপমহাদেশের সাংবাদিকতা জগতের অন্যতম পথিকৃৎ কলম সৈনিক। গতানুগতিক কলমজীবী না হয়ে আদর্শ রাজনীতি ও সমাজ চেতনার কালপুরুষরুপে তিনি এদেশের সাংবাদিকতায় এক কালজয়ী অবদান রেখে গেছেন। জাতীয় রাজনীতির অতন্দ্র প্রহরী মানি মিয়া তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা নিয়ে বাঙালির ইতিহাসে এক চিরস্মরণীয় ¯’ান করে নিয়েছেন।” অন্যদিকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতীয় সাবেক কূটনীতিক শশাঙ্ক এস ব্যানার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন- “বঙ্গবন্ধু তাঁর ভাষণ দিয়ে বাঙালিকে জাগ্রত করেছেন আর মানিক মিয়া তাঁর লেখনির মাধ্যমে তাদেরকে অধিকার সচেতন করে তুলেছেন।” কাজেই এই প্রবাদ প্রতিম সাংবাদিকের নামে একটি পদক/পুরস্কার চালু করা হউক। দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অবদানের জন্য প্রতি বছর এই পদক/পুরস্কার দেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।