মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার আড়িপাতা ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব আনবে ২১টি দেশ।
এ সম্পর্কে মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন বলেছে, অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ঠেকানোর জন্য সম্ভাব্য প্রস্তাব আনার এ পরিকল্পনাকে প্রথম আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হচ্ছে।
এনএসএ’র গুপ্তচরবৃত্তির অন্যতম শিকার ব্রাজিল ও জার্মানি সম্ভাব্য এ প্রস্তাবের খসড়া ১৯টি দেশের প্রতিনিধির কাছে সরবরাহ করেছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিজ দেশের সীমানার বাইরে এবং অন্য দেশের ভেতরে নজরদারি ও আড়িপাতার ঘটনায় জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার ওপর আড়িপাতা এবং নির্বিচারে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার ঘটনায় গণতান্ত্রিক সমাজের ভিত্তির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইলেক্ট্রনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য জাতিসংঘে এ প্রস্তাব তোলা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।