আমাদের কথা খুঁজে নিন

   

হাঙরের চোখে ঘুষি মেরে প্রাণরক্ষা!

হাওয়াইয়ে ২৫ বছর বয়সী এক সার্ফার শুধু উপস্থিত বুদ্ধিমত্তার জোরে টাইগার শার্ক প্রজাতির একটি হাঙরের কবল থেকে প্রাণে রক্ষা পেয়েছেন।

জেফ হর্টন নামের সাহসী ওই তরুণ সার্ফার এক সময় বক্সিং রিংয়েও ঘাম ঝরিয়েছেন। সাবেক এ বক্সার সমুদ্রে তার সার্ফবোর্ডটির ওপর বসে পানিতে পা দোলাচ্ছিলেন। এক পর্যায়ে একটি কালো আকৃতির কিছু পানির ভেতর দিয়ে তার দিকে এগিয়ে আসছে বলে লক্ষ্য করলেন। দেরি না করে সঙ্গে সঙ্গে পানি থেকে পা ওপরে তুললেন।

এরই মধ্যে সার্ফবোর্ডটা হাঙরের মুখের ভেতর চলে গেলো। ছিটকে হাঙরের কাছে গিয়ে পড়লেন জেফ। হাঙরের একটি পাখনা জাপটে ধরলেন ও ওটার গায়ে বেশ কয়েকবার ঘুষি মারলেন। সৌভাগ্যক্রমে, হাঙরটির একটি চোখে সজোরে একটি ঘুষি মারতে সমর্থ হন জেফ। আর সেটাতেই কাজ হলো।

সার্ফবোর্ড ছেড়ে দিয়ে হাঙরটি দ্রুত সেখান থেকে চলে গেলো। নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে রক্ষা পেলেন জেফ হর্টন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।