আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার কলাতলী সাগর সৈকতের আশপাশে হাঙরের উপদ্রব

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

কক্সবাজারে আগে কখনোই হাঙর দেখা গেছে বলে শোনা যায়নি। কক্সবাজার সাগর সৈকতের যে গঠন এবং প্রকৃতি তাতে হাঙর জাতীয় মাছের এখানটাতে আসার কথা নয়। অথচ এবার কক্সবাজার কলাতলি দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম তিনটা হাঙর একসাথে হা করে আছে। আর সেসব হাঙরকে ঘিরে স্থানীয় লোকজন এবং কিছু ট্যুরিস্ট বেশ মেতে উঠেছিল। ঢাকা ব্যাংকের অর্থায়নে মাটি দিয়ে গড়া এ হাঙর সদৃশ স্থাপত্যের উদ্বোধনী অনুষ্ঠানটি আরো আকর্ষনীয় হয়ে উঠেছিল লাউডস্পিকারে বাজতে থাকা গানের মূর্ছনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।