আমাদের কথা খুঁজে নিন

   

Current Caller ID রিভিউ & ডাউনলোড

নানা কারণে আমাদের কলার কোথা থেকে ফোন করেছেন তা জানার প্রয়োজন হয়। অনাকাঙ্ক্ষিত কল বা মেসেজ ব্লক করাও লাগে। আর এইসব এর জন্য নানা এপ ইউজ করতে হয়। কেমন হবে যদি একই এপে সব কিছুই পাওয়া যায় । Current Caller ID হচ্ছে এমনই একটি এপ!!
এই এপটি আমারা কাছে খুবই ভাল লেগেছে। এক এপের মাঝেই অনেকগুলা সুবিধা। কল ব্লক, কল ম্যানেজ, কলারের প্লেস জানা সহ আরো অনেক কিছু। তাছাড়া প্রতি মাসে কয়টি কল করেছেন বা টেক্সট পাঠিয়েছেন তার গ্রাফও পাওয়া যায় নিমিষেই।আসুন দেখি কিছু ফিচার. . . .
Current Caller ID Mediafire
প্রথম প্রকাশ এখানে

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।