নানা কারণে আমাদের কলার কোথা থেকে ফোন করেছেন তা জানার প্রয়োজন হয়। অনাকাঙ্ক্ষিত কল বা মেসেজ ব্লক করাও লাগে। আর এইসব এর জন্য নানা এপ ইউজ করতে হয়। কেমন হবে যদি একই এপে সব কিছুই পাওয়া যায় । Current Caller ID হচ্ছে এমনই একটি এপ!! এই এপটি আমারা কাছে খুবই ভাল লেগেছে।
এক এপের মাঝেই অনেকগুলা সুবিধা। কল ব্লক, কল ম্যানেজ, কলারের প্লেস জানা সহ আরো অনেক কিছু। তাছাড়া প্রতি মাসে কয়টি কল করেছেন বা টেক্সট পাঠিয়েছেন তার গ্রাফও পাওয়া যায় নিমিষেই। আসুন দেখি কিছু ফিচার. . . .
ফিচারঃ
১) সকল কল আর টেক্সট এর সকল তথ্য জানিয়ে দিবে এই অ্যাপ
২) এক অ্যাপ দিয়েই সব কন্টাক্ট, মেসেজ ম্যনেজ করার সুবিধা
৩) কল আর মেসেজ ব্লক করার অপশন
৪) কলার সম্পর্কে নানা তথ্য জানিয়ে দিবে। যেমনঃ কলার কোথায় থেকে কল বা টেক্সট করেছে তাও জেনে নিতে পারেন মুহূর্তেই
৫) কলারের অবস্থান জানানোর পাশাপাশি ঐ স্থানের আবহাওয়া ও জানা যাবে
৬) কলারের ফেসবুক, টুইটার , লিংকড ইন আইডিও লিংক করা যাবে।
৭) বন্ধুদের কল ও টেক্সটের গ্রাফ ও দেখে নিতে পারেন এক পলকেই
৮) কাকে দিনের কখন ফোন বা টেক্সট করেছেন তাও চার্ট আকারে দেখা যাবে
ডাউনলোড লিংক
http://uploadboy.com/dlfb1kf9rwuj.html
QR কোডঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।