আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরদীর ১৪৪ ধারা জারি

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার একই সময়ে একই স্থানে ১৮ দলীয় জোট ও আওয়ামীলীগ সমাবেশ আহবান করার কারণে ১৪৪ ধারা জারী করে স্থানীয় প্রশাসন। আজ সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত রবিবার হরতালের প্রথম দিনে হরতাল সমর্থক ও স্থানীয় আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষের জামায়াত কর্মী মুন্নাস নিহত হয়। এর প্রতিবাদে ১৮ দল আজ মঙ্গলবার সকাল ১০ টায় এক প্রতিবাদ সমাবেশ আহবান করেন। অপরদিকে একই সময়ে একই স্থানে স্থানীয় আওয়ামীলীগও সেখানে সমাবেশ আহবান করার কারণে নাশকতা এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু জানান, হরতাল চলাকালে (গত ২ দিনে) ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত শিবির ক্যাডাররা ব্যাপক নাশকতা চালায়। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০ টায় এক প্রতিবাদ সমাবেশের আহবান করা হয়।

অপরদিকে ১৮ দলীয় নেতা উপজেলা বিএনপি সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবাদ সমাবেশ ভন্ডুল করার জন্যে আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে একই স্থানে একই সময়ে সমাবেশ আহবান করে প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারীর নাটক সাজিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।