রক্তমাংসের মানুষের গল্প হারিয়ে গেছে
বিষাক্ত ধোঁয়া খেয়ে বেড়ে ওঠা
মানুষের হাতে ।
এখন আর কেউ কাঁদেনা ,
কেউ হাসেনা ;
একেকজন ইস্পাত মানুষ ।
দ্রাঘিমারেখায় এখন টানা যায়না
সম্পর্কের সরল সমীকরণ ,
ঘোলাটে আলোর ভিড়ে
অন্ধকার ক্রমশই স্পষ্ট ।
আটঘর ছেড়ে আসা জীবনটাও
হারিয়ে ফেলেছে আত্না ,
যান্ত্রিক বাক্সের ভেতর মানুষের বাস
পরিবৃত্তের ছাউনিতে ।
অন্ধকার যে প্রকোষ্ঠ ছিল অপরিচিত
তা এখন ফুসফুসে করছে বাস ,
শুধু একটু নিকোটিন আপন করে নিতে গিয়ে
সমস্ত সুখ হলো পরাজিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।