আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর বয়সীদের দুই ঘন্টার বেশি অনলাইনে থাকা নয়

১৮ বছরের কম বয়সীদের অনলাইনে থাকা নিয়ে বহুদিন ধরেই যুক্তি-তর্ক চলে আসছিল। ল্যাপটপ সহজলভ্য হয়ে যাওয়ার পাশাপাশি হাতে হাতে স্মার্টফোন চলে যাওয়ায় কিশোর-কিশোরীরাও এখন লম্বা সময় অনলাইনে কাটাচ্ছে।

সম্প্রতি এদের দিকে লক্ষ্য রেখে ফেসবুকও আইডি খুলতে বয়সের সীমা ১৮ থেকে কমিয়ে ১৩ করেছে। এতে করে অভিভাবকদের দুশ্চিন্তাও বাড়ছে।

তবে যাদের কিশোর-বয়সী সন্তানরা ২ ঘন্টার বেশি অনলাইনে সময় কাটাচ্ছে তাদের সতর্ক করেছে বিশেষজ্ঞরা।  আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক পলিসি এই নিয়ে তাদের সাম্প্রতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য উপস্থাপন করেছে।

তাদের তথ্যে দেখা যাচ্ছে, ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি, মেজাজ খিটখিটে হওয়া, নিদ্রা কমে যাওয়া বহু শারীরিক ও মানসিক ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। তাদের মতে, কোনভাবেই দুই ঘন্টার বেশি অনলাইনে কিশোর-কিশোরীদের থাকা উচিত হবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.