আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেরাও ঝগড়া করে কিংবা বলতে পারেন ঝগ্রু ছেলেও আছে!



সবাই খালি মেয়েদের ঝগড়া নিয়ে নাচানাচি করতেছে কিন্তু ছেলেরাও যে ঝগড়া করে এইটা কখনোই তারা স্বীকার করে না! দুই নেত্রীর ফোনালাপ ঝগড়ার মত এই প্রসঙ্গে মেয়েরাই ঝগড়ি এই নিয়ে সবাই খুব মজা নিতাছে! কিন্তু সত্যি কইরা কন তো ভাইজানেরা (বিবাহিত) যেসব ভাবীরা ঝগড়া করে তখন কি আপনারা চুপ থাকেন না কি? যেসব প্রেমিকারা ঝগড়া করে তখন প্রেমিকরা কে কে চুপ থাকেন? আর মা ভক্ত পোলারা কন তো?- আপনাদের আম্মুরা যখন ঝগড়া করে তখন আব্বুরা চুপ থাকে না কি? আমাদের চারপাশে বহু ঝগ্রু ছেলে আছে কিন্তু মেয়েরা ঝগড়া করে এইটাই একটা কমন কথা হয়ে গেছে! আমি নিজে এরকম বহু ঝগ্রু পুরুষ দেখেছি আমার আত্মীয়- স্বজনদের মাঝে যারা ঝগড়া প্রতিযোগিতায় ফাস্ট হওয়ার মত যোগ্যতা রাখে! আর আমার পাগলাটা তো ঝগ্রু নাম্বার ওয়ান! আমি চিল্লাইতে পারি না, ঝগড়া পছন্দ করি না কিন্তু সে নাই কথাতে ঝগড়া সৃষ্টি করতো-! এমন কি সেই ঝগ্রুর মা’ও তাকে নিয়ে শঙ্কিত! সে কিভাবে সংসার করবে এই ভেবে! আর আমি তাকে ঝগ্রু বলে লিখছি এইটা যদি সে জানে তাহলে আমাকে জিন্দা কবর দেয়ার আগে সে কিছুক্ষন এই নিয়ে ঝগড়া করবে!হাহহা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।