বগুড়ার সান্তাহারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করেছে ১৮ দলের হরতাল সমর্থকরা।
আজ সকালে এ ঘটনা ঘটে। এ সময় হরতালকারিদের কবল থেকে স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতারা তাকে উদ্ধার করে নিয়ে যান।
জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার শহরের উপহার সিনেমা হলের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে হরতাল সমর্থক ১৮ দলের নেতাকর্মীরা বেলা ১১টা থেকে প্রতিবাদ সভা করছিল। রাজপথ মুক্ত করার জন্য বেলা ১২টা ৫ মিনিটে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর নিজে মোটরসাইকেল চালিয়ে ওই স্থানে হাজির হন এবং সেখানে উপস্থিত উপজেলা যুবদল সভাপতি মাহফুজুর রহমান টিকনকে বিএনপি'র সভাপতি আব্দুল মহিত তালুকদারকে ডেকে নিয়ে কথা বলতে চান।
এ সময় কয়েকজন দলীয় কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘেরাও করে তর্কযুদ্ধে লপ্তি হয় এবং এক পর্যায়ে ধাক্কা দেয় ও মোটরসাইকেলও ভাংচুর করে। এ সময় স্থানীয় কয়েকজন সাংবাদিক ও বিএনপি নেতারা তাকে উদ্ধার করে।
পরে বগুড়া-৩ এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য তাদের পুর্ব ঘোষিত মিছিল কর্মসুচি বাতিল করে নিলে পরিস্থিতি শান্ত হয় এবং বেলা ১টার দিকে পুলিশ গাড়ীতে করে ইউএনওকে সান্তাহার থেকে আদমদীঘি উপজেলা সদরে নিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, ইউএনও সাহেব তাকে না জানিয়ে ঘটনাস্থলে চলে যান। তার ঘটনাস্থলে উপস্থিত হওয়ার খবর তিনি জানতে পারেননি।
জানিয়ে গেলে এই অপ্রিতিকর ঘটনা এড়ানো যেত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।