আমাদের কথা খুঁজে নিন

   

আরেক ইউএনওকে ধমকালেন সেই সাংসদ সদস্য জাকির হোসেন....

Never Ever Give Up..... Revenge is Sweet........

কুড়িগ্রামের রৌমারীর ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার কয়েকদিনের মধ্যে রাজীবপুরের ইউএনওকে ধমকালেন সংসদ সদস্য জাকির হোসেন। সোমবার বিকালে রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কাবিখা'র এক সভায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম-৪ আসনের সরকার দলীয় সাংসদ রাজীবপুরের ইউএনওকে ভ্রাম্যমাণ আদালত বসাতে নিষেধ করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোর সভাপতিত্বে সভায় ইউএনওকে সাংসদ বলেন, "আপনি নিজে টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের কাজ দেখতে যাবেন না। উপজেলা চেয়ারম্যান আর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যা করবে তাতেই আপনি স্বাক্ষর দেবেন।

এখানে চাকরি করলে আমার কথামতো চলতে হবে। "এখন থেকে রাজীবপুর উপজেলায় আর ভ্রাম্যমাণ আদালত বসাবেন না। আমার কথার অমান্য হলে রৌমারীর ইউএনও'র মতো হবে। " স¤প্রতি ইউএনও আব্দুল কাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালিয়ামারী বাজারে ধূমপানের দায়ে একজনকে ৫০ টাকা জরিমানা, একটি অবৈধ দোকান অপসারণ এবং বাল্য বিয়ের দায়ে একজনকে দুমাসের জেল দেন। রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সভায় ভ্রাম্যমাণ আদালত বসানো নিয়ে ইউএনওর সঙ্গে সাংসদের অনেক কথাই হয়েছে।

তবে তারা বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। রাজীবপুরের ইউএনও আব্দুল কাদের বলেন, "কাবিখা'র এক সভায় সাংসদ বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথাই বলেছেন। এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। " উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিষয়টি শুনেছেন বলে জানান।

এ বিষয়ে সংসদ সদস্য জাকির হোসেন বলেন, "ভ্রাম্যমাণ আদালত বসানোর জন্য নিষেধ করা হয়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আমি একদিন ইউএনওকে ফোন করেছিলাম। কিন্তু তিনি তা রিসিভ করেননি। সেই কথাটিই বলা হয়েছে। " তবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজীবপুরের মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

গত বুধবার (১৯ জানুয়ারি) এই সাংসদ রৌমারী ইউএনওসহ সাত কর্মকর্তার কার্যালয়ে তালা মেরেছিলেন। বিকালে তারই নির্দেশে আবার তালা খোলা হয়। সূত্র: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।