আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর নুর মোহাম্মদ ও টিটুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

'সেই বাড়ি-দোকানে ফের বিএনপি সন্ত্রাসীদের হামলা, ভাংচুর' শিরোনামে গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হওয়ায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের হতদরিদ্র মুদি দোকানি নুর মোহাম্মদ (৫০) ও সাবেক ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন টিটুর (৪৩) দু:খের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত নুর মোহাম্মদ ও টিটুর সকল ক্ষতিপূরণের আর্থিক সহায়তা প্রদান করবেন। আজ বিকেলে এ বিষয়টি মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব আসিফ কবির।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এছাড়া বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনটি গুরুত্ব সহকারে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এতে তিনি আবেগ আপ্লুুত হয়ে পড়েন।

খুব দ্রুত ক্ষতিগ্রস্থদের হাতে আর্থিক সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে এ ঘটনায় গত মঙ্গলবার রাতে গফরগাঁও থানায় হাটুরিয়া গ্রামের কাজী জিন্নাহ বাদী হয়ে ৩১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মঈনুল হক জানান, উর্ধতন কর্তৃপক্ষের নিদের্শ পেয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

গতকাল বিকেলে ক্ষতিগ্রস্থ বাড়ি ও দোকান পরির্দশন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদল্লাহ আল মামুন। এসময় তিনি মামলার তদন্ত কর্মকতর্াকে দ্রুত আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন।

এ ব্যাপারে গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আর্থিক সহযোগিতার খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে।

এসময় নুর মোহাম্মদ ও টিটু বলেন, 'মানবতার নেত্রী শেখ হাসিনা। এহন বুঝলাম শেখের বেটিরে (শেখ হাসিনা) ভোট দেওয়াটা অপরাধ নয়। তিনি আমাদের দুখের পাশে দাড়াঁনোর জন্য বিগত সময়ের দীর্ঘদিনের সব দু:খ মুছে গেল'।

একথা বলে কেঁদে ফেলেন মুদি দোকানি নুর মোহাম্মদ (৫০) ও আফতাব উদ্দিন টিটু (৪৫)। আজ বিকেলে শত-শত আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীরা বাংলাদেশ প্রতিদিনকে এই প্রতিবেদন প্রকাশে অভিনন্দন জানান।

উল্লেখ্য, মঙ্গলবারের বাংলাদেশ প্রতিদিনের দেশ গ্রাম পাতায় প্রতিবেদনে ছিল, 'শেখের বেটির নেৌকায় ভোট দেওয়ার অপরাধে সেই সময় দোকান ও বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। সেই সময় ২০০১ সালের ১৩ নভেম্বর ততকালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেখতে এসেছিলেন। তিনি বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ক্ষমতায় আসলে আপনারা আপনাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পাবেন।

কিন্তুু ক্ষমতার ৫ বছরে পায়নি কিছুই। বিচারও হয়নি ওই সন্ত্রাসীদের। আবারো ওই বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা দোকানে হামলা করেছে। শেখের বেটি ক্ষমতায় থাকার পরও নিরাপত্তা পায়নি। এটাই বড় দূ:খ।

ওরা বর্তমানেও আমার স্বপ্ন লুট করে নিল'। এভাবেই  কথাগুলো বললেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের নুর মোহাম্মদ (৫০) নামে একজন মুদি দোকানি।

তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে হরতাল চলাকালে তাঁর দোকানে হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। এসময় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে সাবেক ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন টিটুর বাড়িতে।

এসময় আহত হন গৃহকর্তী আসমা আক্তার, সুলতান ও সানজিদা। তিনি বর্তমানে উপজেলা যুব উন্নয়ন অফিসে সরকারি চাকুরি করেন।

গতকালের ঘটনায় পুরো গ্রামে ফের ২০০১ সালের সেই আতংক দেখা দিয়েছে। শুধু নুর মোহাম্মদ নয়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অপরাধে জোট-জামায়াতের সন্ত্রাসীরা হাটুরিয়া গ্রামে বর্বর তান্ডব চালায়। নারী নির্যাতন থেকে শুরু করে বসতঘর ভাংচুর, লুট দেখে সেই সময়ে অনেকেই বলেছিলেন, পাকিস্থানী হানাদার বাহিনীর অত্যাচারকে হার মানিয়েছে।

নুর মোহাম্মদের দোকান ও টিটুর বাড়িতে হামলার ঘটনার সত্যতা স্বীকার করে ওসি (তদন্ত) আসাবুর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.